ইনসাইড গ্রাউন্ড

সাবিনাদের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিলো আম্বার গ্রুপ


প্রকাশ: 24/09/2022


Thumbnail

প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে - গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের এমন জয়ে গর্বিত গোটা দেশের মানুষ। নারী ফুটবলারদের এমন অর্জনে সরকারি এবং বেসরকারি ভাবে অনেক মহল থেকে সংবর্ধনার পাশাপাশি দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কারও।

অনেকেই এখন পর্যন্ত আর্থিক পুরস্কারের ঘোষনা দিলেও সবার আগে নারী ফুটবলারদের হাতে পুরষ্কার তুলে দিল আম্বার গ্রুপ। গুলশানের অফিসে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ফাইনালে জোড়া গোল করা কৃঞ্চা রানী সরকারের হাতে আম্বার গ্রুপের পক্ষ থেকে ১০ লাখ টাকা অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

সাবিনাদের হাতে নগদ অর্থের এই চেক তুলে দেন আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ পারিচালক বি এম সাইফুল হক ছোটন। সেখানে উপস্থিত ছিলেন আম্বার গ্রুপের সিনিয়র ম্যানেজার স্পোর্টস জিয়াউর রহমান তপু। পুরষ্কার হাতে পেয়ে আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবিনা। ভবিষ্যতেও বাংলাদেশ নারী ফুটবলদলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আম্বার গ্রুপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭