ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে পর্যটকদের জন্য খুললো ভূটানের দুয়ার


প্রকাশ: 24/09/2022


Thumbnail

অবশেষে পর্যটকদের জন্য ভুটানের দুয়ার খুলেছে। করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় দেশটিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটক।

রয়টার্স জানিয়েছে, পর্যটন নির্ভর অর্থনীতি হওয়া সত্ত্বেও বিদেশিদের আগমন বন্ধ ছিলো এতদিন ভূটানে।

এদিকে, পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি বাড়িয়েছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে দুইশ ডলারে উন্নীত করা হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে অতিরিক্ত অর্থ গুনতে হবে।

জানা গেছে, করোনার কারণে ২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করে দেয় ভুটান। প্রথম কোভিড শনাক্ত হওয়ার পরই দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। আয়ের অন্যতম উৎসই পর্যটন হবার কারণে দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ভুটানকে।

উল্লেখ্য, দেশটির জনসংখ্যা ৮ লাখের কিছু কম। এখন পর্যন্ত সেখানে ৬১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে ২১ জন। ভুটানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও গত দুই বছর সীমান্ত বন্ধ থাকায় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশে দারিদ্র্য বেড়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭