ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে কৃষক লীগের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন


প্রকাশ: 24/09/2022


Thumbnail

লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই কৃষক লীগের ৬১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিলুপ্তির ৭ মাস ২২ দিন পর এই কমিটি ঘোষণা করা হয়। এতে মোশারফ হোসেন সিএম আবদুল্লাহকে আহ্বায়ক ও মিজানুর রহমান ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএম আবদুল্লাহ সদর থানা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পার্বতীনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। মিজানুর রহমান সদর থানা কৃষক লীগের সভাপতি।

কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন- মাকসুদুল করিম মামুন, রাশেদুল ইসলাম নিজাম, নাদিম উন নবী পলাশ ভূঁইয়া, খন্দকার শাহিদুল ইসলাম রিয়াজ। নতুন এই কমিটিতে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শাখার ৫৫ জন নেতাকে সদস্য করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৯ জানুয়ারি জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু ও সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা। এর মধ্যে রানা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর বিলুপ্তির আগেই জেলা কমিটি থেকে পদত্যাগ করেন। রানা নতুন জেলা কমিটির সদস্য। তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও থানা কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে। এরপর জেলা কমিটির সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের নতুন কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন সিএম আবদুল্লাহ বলেন, দলের দুঃসময়ে বিএনপি-জামায়াতবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে ছিলাম। অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অতীতের মতো সব আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থেকে জেলায় শক্তিশালী একটি সাংগঠনিক শাখা গড়ে তুলব।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭