ইনসাইড গ্রাউন্ড

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবের পারফরম্যান্সে গায়নার হ্যাট্রিক জয়


প্রকাশ: 25/09/2022


Thumbnail

আজ আরব আমিরাতের সাথে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। কিন্তু দলে নেই সাকিব। বাংলাদেশ দল থেকে ছুটি নিয়ে খেলতে গিয়েছে সিপিএলে। ক্যারাবিয়ান এই প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেনি সাকিবের ব্যাট। ব্যাট হাতে কিছুটা খারাপ সময় কাটালেও বল হাতে ছিলেন দুর্দান্ত। তবে তৃতীয় ম্যাচে এসে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই জ্বলে উঠলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিণবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে গায়ানা এমাজন ওয়ারিয়র্স।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে গায়ানা। জবাবে ১৩৬ রান তুলতে সক্ষম হয় ত্রিণবাগো। এই নিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলো সাকিবের দল গায়না। অথচ সাকিব খেলতে নামার আগে তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের তলানিতে।

ব্যাটিংয়ে ৫৬ রানে ২ উইকেট হারায় গায়ানা৷ এরপর ব্যাট করতে এসে গুরবাজের সাথে দারুণ জুটি গড়েন সাকিব। ২৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৪০ স্ট্রাইক রেটে ৩৫ রান করে আউট হন সাকিব। এছাড়াও গায়ানার হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৬০ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ। শেষদিকে ৭ বলে ২২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন ওশেন স্মিথ।

জবাব দিতে নেমে দারুণ শুরু করেন নাইটদের দুই ওপেনার টিম সেইফার্ট ও কলিন মুনরো। তবে তাদের ৩২ রানের জুটি ভাঙেন সাকিব। বোলিংয়ে এসে প্রথম ওভারেই ফেরান সেইফার্টকে। প্রথম স্পেলে ২ ওভারে ৮ রানে ১ উইকেট শিকার করেন তিনি।

দ্বিতীয় স্পেলে ১৭ তম ওভারে বোলিংয়ে এসে এবার আন্দ্রে রাসেলকে গুরবাজের তালুবন্দি করে ফেরত পাঠান সাকিব। রাসেল করেন ৮ বলে ১২ রান। রাসেলের বিদায়ের পর জয়ও একপ্রকার নিশ্চিত হয় গায়নার। শেষদিকে নারাইন কিছুটা চেষ্টা করলে তাকেও নিজের শেষ স্বীকার বানান সাকিব। বোল্ড করে ফিরিয়ে দেন। এরপর আর কেউই তেমন রান করতে পারেনি৷ ফলে ১৩৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস৷

৪ ওভার বোলিংয়ে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব। এছাড়াও নিকোলাস পুরানকে সেট হওয়ার আগেই ডিরেক্ট থ্রোতে রান আউটও করেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭