ইনসাইড বাংলাদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/01/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আদালতে সকল যুক্তিতর্ক শেষে একথা জানানো হয়েছে।

আদালত থেকে রেরিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তারেক জিয়া ও কোকোর মাধ্যমে এতিমের টাকা আত্মসাৎ করেছেন বেগম জিয়া। সাক্ষপ্রমাণে সন্দেহাতীত ভাবে দুর্নীতি প্রমাণিত হয়েছে।

দুদক আইনজীবী বলেন, ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। ২৩৬ কার্যদিবস মামলা চলেছে। বেগম জিয়া ২৮ দিন বক্তব্য দিয়েছেন যার বেশিরভাগ রাজনৈতিক।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭