ইনসাইড বাংলাদেশ

বিচারে তাই হবে, যা প্রধানমন্ত্রী চাইবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/01/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বিচারে তাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব একথা বলেন।

মির্জা ফখরুল বলেন ‘অল্প কিছুদিনের মধ্যেই খালেদা জিয়াকে জেলে যেতে হবে’ বলে সরকারের মন্ত্রী, জাতীয় পার্টির এক সদস্য ও ওই দলের চেয়ারম্যানের বক্তব্য আদালত অবমাননার শামিল হলেও, এ বিষয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে বলপূর্বক দেশ থেকে বের করে দেওয়া ও পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিঃশেষ হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সরকারের ইচ্ছে মতোই হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার বেগম জিয়াকে ভয় করে বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। আমরা সরকারের এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। যেভাবে পুলিশ-র‌্যাব দিয়ে আদালত ও আদালত সংলগ্ন এলাকা ঘিরে রাখে তাতে মনে হয় কোনও সামরিক শাসনের অধীনে সামরিকআদালতে এই বিচারকার্য চলছে। তার সঙ্গে এই ধরনের অবমাননাকর, অমানবিক আচরণ শুধু সামরিক শাসন এবং ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭