ওয়ার্ল্ড ইনসাইড

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি


প্রকাশ: 26/09/2022


Thumbnail

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। দেশটির পার্লামেন্ট নির্বাচনের বুথ ফেরত জরিপে এমনই আভাস পাওয়া গেছে। 

বুথ ফেরত জরিপের ফল ঠিক থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালিতে কট্টর ডানপন্থী সরকার গঠন করতে চলেছেন। 

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের গতকাল রোববার গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে।

নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে, আগেই এমনটা ধারণা করা হয়েছিল। বুথ ফেরত জরিপে সেই পালেই হাওয়া দিচ্ছে। বিভিন্ন জনমত জরিপেও জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টিই এগিয়ে ছিল। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।
 
‘ঈশ্বর, দেশ ও পরিবার’ এই তিনবস্তুকে এক করেই নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন মেলোনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭