ওয়ার্ল্ড ইনসাইড

এবার পশ্চিমবঙ্গে দপ্তর খুললেন কেজরিওয়াল


প্রকাশ: 26/09/2022


Thumbnail

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো নিজেদের দপ্তর খুলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।

গতকাল রোববার দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন গরফার হালতু এলাকায় রাজ্য দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আপের পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতা সঞ্জয় বসু।

চলতি বছরের শুরুর দিকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আপ। এই ধারাবাহিকতায় ও অন্যান্য রাজ্যে শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আপ পশ্চিমবঙ্গে দপ্তর খোলার সিদ্ধান্ত নেয় বলে জানান সঞ্জয়।

গত ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনে নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসকে পরাজিত করে ৮২টি আসনে জয় পায় আপ। কংগ্রেস পায় ১৮টি আসন। বিজেপি পায় ২টি আসন।

অন্যদিকে ২০২০ সালে তৃতীয় দফায় দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয় কেজরিওয়ালের আপ। এই নির্বাচনে ৭০ আসনের মধ্যে আপ পায় ৬২টি। বিজেপি পায় ৮টি আসন।

পশ্চিমবঙ্গে আপের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু বলেন, ‘আমাদের দল কারও সঙ্গে জোটে যাবে না। আমাদের লক্ষ্য বিজেপিমুক্ত ভারত গড়া। সেই নীতি থেকে আমরা সরব না।’

সঞ্জয় বসু আরও বলেন, পশ্চিমবঙ্গে আপের গ্রহণযোগ্যতা বাড়ছে। রাজ্যের ২৩টির মধ্যে ২০টি জেলার বিভিন্ন থানা-ইউনিয়নে আপের কমিটি গঠিত হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭