ওয়ার্ল্ড ইনসাইড

পাক প্রধানমন্ত্রীর অডিও কান্ড, জামাইয়ের জন্য তদবির!


প্রকাশ: 26/09/2022


Thumbnail

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক সরকারি কর্মকর্তার বেশ কিছু অডিও ক্লিপ ফাঁস হয়েছে। তিনটি অডিওর একটিতে মেয়ের জামাইয়ের জন্য সরকারি কাজ পেতে তদবির করার আলাপ রয়েছে ঐ অডিওতে।

এদিকে, শেহবাজ শরিফের একটি অডিও টেপ নিলামে তুলেছে ওয়েব কন্টেন্টের কালোবাজার হিসেবে পরিচিত ডার্ক ওয়েব; এবং নিলামে সেই অডিও টেপের ন্যূনতম দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ ডলার; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫২ লাখ ৮৭ হাজার টাকা।

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য নেতা ফাওয়াদ চৌধুরী সোমবার দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অসতর্কতা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার ফলেই ফাঁস হয়েছে ১১৫ ঘণ্টার এই অডিও টেপটি।

দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী তার টুইটার অ্যাকাউন্টে দুই মিনিটের একটি অডিও ক্লিপ শেয়ার করেন। ওই অডিওতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কাজ পেতে তদবির করতে শোনা যায়।

অডিওতে মরিয়ম নওয়াজ তাকে মেয়ে মেহেরুন্নেসার জামাই রাহিলকে ভারত থেকে  বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানির সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছেন বলে ওই কর্মকর্তাকে জানান শাহবাজ শরিফ। জবাবে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, যন্ত্রপাতি আনার বিষয়টি ইসিসি ও মন্ত্রিসভায় গেলে  অনেক সমালোচনা হবে। এটা করা হলে রাজনৈতিকভাবেও অনেক সমস্যা সৃষ্টি হতে পারে।

ফাঁস হওয়া অডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আরও বলতে শোনা যায়, মরিয়ম নওয়াজের কাছে তার মেয়ের জামাই রাহিল খুবই প্রিয়। অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে (সরকারি কর্মকর্তা) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির বিষয়টি নিয়ে মরিয়মের সঙ্গে কৌশলে কথা বলার নির্দেশ দেন এবং তিনিও কথা বলবেন বলে জানান। 

শাহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন্নেসার ২০১৫ সালে শিল্পপতী চৌধুরী মুনিরের ছেলে রাহিলের সঙ্গে বিবাহ হয়। এই বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

এদিকে ফাঁস হওয়া পৃথক আরও দুটি অডিওতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো প্রধান নিয়োগ এবং পিটিআই নেতাদের পদত্যাগ সংক্রান্ত আলোচনা হয়। ওই আলোচনায় পিএমএল-এন নেতাদের পিটিআই-এর পদত্যাগের বিষয়ে তাদের মতামত দিতে শোনা যায়।

অডিও ফাঁসের পর বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা দাবি করেছেন, প্রধানমন্ত্রী তার পরিবারের অবৈধ ব্যবসায়িক স্বার্থ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। জাতীয় স্বার্থের চেয়ে তাদের কাছে ব্যক্তি স্বার্থ বড় যা সম্পূর্ণরূপে অনৈতিক।

তবে অডিও ফাঁস নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কিংবা পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ কোনো মন্তব্য করেননি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭