ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধে মারা গেলে পাপ মুছে যাবে রুশ সেনাদের!


প্রকাশ: 27/09/2022


Thumbnail

ইউক্রেনের যুদ্ধে মৃত্যু হলে রুশ সেনাদের কোনো পাপ থাকবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। রবিবার এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি, খনর সিএনএন এর।

বলেন, যুদ্ধের মাঠে অনেকে নিহত হচ্ছেন। দ্রুত যেনো যুদ্ধ শেষ হয় চার্চ তার জন্য প্রার্থনা করছে উল্লেখ করেন তিনি।

এমন মন্তব্যের পাশাপাশি প্যাট্রিয়ার্ক কিরিল একই সময় বলেন, ভ্রাতৃঘাতী এই যুদ্ধে কিছু ভাই একে অপরকে হত্যা করবে। কর্তব্যের খাতিরে অনেকের যুদ্ধে দায়িত্ব পালন করতে হচ্ছে, চার্চ এটা অনুধাবন করছে।

তিনি বলেন, কোনো সেনা যদি কতর্ব্যের আহ্বানে সাড়া দিয়ে সত্য আকড়ে থাকে এবং তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। এটা করতে গিয়ে মৃত্যু হলে নিঃসন্দেহে তা হবে আত্মত্যাগের মতো সুমহান কাজ। তারা (রুশ সেনারা) অন্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করছেন। এমন আত্মত্যাগ সকল পাপ মুছে দেয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা সমাবেশের ঘোষণার পর রাশিয়ার অর্থডক্স চার্চপ্রধান কিরিল এমন মন্তব্য করলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭