ওয়ার্ল্ড ইনসাইড

মুদ্রাস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়াবে ব্যাংক অব ইংল্যান্ড?


প্রকাশ: 27/09/2022


Thumbnail

ডলারের বিপরীতে অন্যান্য দেশের মুদ্রার মত রেকর্ড পতন ঘটেছে ব্রিটিশ পাউন্ডের দাম। যার ফলে ব্রিটেনে অস্বাভাবিক হারে বাড়ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়াতে কোনো দ্বিধা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড।’

পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষ করা হচ্ছে এবং নভেম্বরের মধ্যেই যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যাংকটি জানিয়েছে।

এশিয়ার মুদ্রা বাজারে মঙ্গলবার পাউন্ডের দাম অবশ্য একদিনের আগের চেয়ে ১ শতাংশ বেড়েছে। সেই হিসেবে ১ পাউন্ড সমান ১.০৮ ডলার।

সোমবার মার্কিন ডলারের তুলনায় পাউন্ডের দাম ছিল সবচেয়ে কম। এক পাউন্ডের দাম ছিল ১.০৭৩ ডলার।

লিজ ট্রাস সরকার মিনিবাজেটের ঘোষণা করেছে। সেখানে ব্যাপক হারে কর ছাঁটাই করা হবে বলেও জানানো হয়েছে। তারপরেই পাউন্ডের দাম কমেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭