ওয়ার্ল্ড ইনসাইড

শুক্রবার গণভোটের ফল প্রকাশ করবেন পুতিন!


প্রকাশ: 27/09/2022


Thumbnail

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দ্বিকক্ষবিশিষ্ট উভয় সংসদে আগামী শুক্রবার ভাষণ দিবেন। ওইদিন ভাষণে তিনি ইউক্রেনের দখল করা অঞ্চল ফেডারেশনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাত্যহিক গোয়েন্দা বুলেটিনে যুক্তরাজ্য মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় গত শুক্রবার গণভোট শুরু হয়। ভোট শেষ হবে আজ। ৫০ শতাংশের বেশি ভোট পক্ষে পড়লে অঞ্চলগুলো রুশ ফেডারেশনে যুক্ত হবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, শুক্রবার সংসদ অধিবেশনে ভাষণে পুতিন চার অঞ্চল যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার নেতারা নিশ্চিতভাবে প্রত্যাশা করছেন, অঞ্চলগুলো রুশ ফেডারেশনে যুক্ত হলে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া বিশেষ অভিযানের পক্ষে সমর্থন আদায় সহজ হবে। এর মাধ্যমে যুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের সমর্থন মিলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭