ইনসাইড ওয়েদার

কুড়িগ্রামে শরতেই আগাম কড়া নাড়ছে শীত


প্রকাশ: 28/09/2022


Thumbnail

রৌদ্রোজ্জ্বল দিনে এখনও প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে। ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। এখনো শীত আসতে ২ মাস বাকি। তবুও কুড়িগ্রামে ঘন কুয়াশা দেখা দিয়েছে।

কুয়াশায় ঘোলাটে আকাশ। দূরের গাছপালা যেন ক্যানভাসে আঁকা জলরঙের স্থিরচিত্র। কুয়াশার আবরণ ভেদ করে কমলা রং ধারণ করে উঁকি দিচ্ছে দিনমণি। ফসলের মাঠে মাঠে মুক্তদানা ছড়িয়ে রেখেছে প্রকৃতি। সবুজ ফসলের ডগায় ডগায় ঝুলছে মুক্তার ফল। সবুজ ঘাসে ঘাসে হাসছে স্বচ্ছ স্ফটিক। মাঠজুড়ে শিশিরের রাজত্ব।

বাংলা পঞ্জিকা অনুযায়ী বুধবার ১৩ আশ্বিন। সেই অনুযায়ী শরতের দ্বিতীয় মাস। এরপর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। তবে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে এরই মধ্যে শীতের আবহ শুরু হয়েছে। সীমান্তবর্তী এ জেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় আগাম শীতের দেখা মিলেছে হেমন্তের আগেই।

অন্যান্য বছরগুলোতেই দেখা গেছে, কার্ত্তিক মাসের শুরুতেই শীতের অনুভূত হলেও এবার প্রায় এক মাস আগে আশ্বিনের শুরুতেই শীত পড়তে শুরু করেছে। এরই মধ্যে এ অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। মধ্যরাতের পর থেকে হালকা কুয়াশা পড়ছে। এ কুয়াশায় সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন গাছের ডগা ও ধান ক্ষেতে শিশির জমে থাকার দৃশ্য দেখা যাচ্ছে। শেষ রাতে শরীরে হালকা কাঁথা ও কম্বলও জড়াতে হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এবার এ অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার শীতের তীব্রতা বাড়তে পারে। এ কারণে এ অঞ্চলে আগাম কড়া নাড়ছে শীত।

কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এ অঞ্চলে শীত আগাম কড়া নাড়ছে। ফলে গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশা পড়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭