ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে সন্তান উৎপাদনের হার নিম্নমুখী


প্রকাশ: 28/09/2022


Thumbnail

ভারতে গত ১০ বছরে সার্বিক সন্তান উৎপাদনের হার (জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর) কমেছে ২০ শতাংশ। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। প্রতি হাজারে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীর মাথা পিছু সন্তান জন্ম দেওয়ার হারকে জিএফআর বলে। 

২০০০ সালে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেমে প্রদত্ত তথ্য অনুসারে, ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ভারতের জিএফআর ছিল ৮৬.১ শতাংশ। ১০ বছর পরে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৮.৭ শতাংশে। গ্রামীণ এলাকায় সার্বিক সন্তান উৎপাদনের হার কমেছে ২০.২ শতাংশ আর শহরে জিএফআর কমেছে ১৫.৬ শতাংশ।

বিশেষজ্ঞদের দাবি, জিএফআর দেশের জনঘনত্বের ঘাটতির দিকটি নির্দেশ করে, যা খানিকটা হলেও স্বস্তির বিষয়। নারীদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে করা, পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ এবং বাজারে গর্ভনিরোধকের ব্যাপক প্রাপ্তি— এই সব বিষয়ের ওপর জিএফআরের ওঠানামা নির্ভর করে।

সমীক্ষার আরও বলা হয়েছে, নারীদের মধ্যে মা হওয়ার সার্বিক বয়সও গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ৩০ বছরের বেশি বয়সেই নারীরা এখন বেশি মা হওয়ার কথা ভাবছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭