ইনসাইড গ্রাউন্ড

সাকিবের ব্যার্থতায় কোয়ালিফায়ারে গায়নার হার


প্রকাশ: 28/09/2022


Thumbnail

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এবারের আসরে শুরু থেকে ঠিকমত ছন্দে ছিল না গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সাকিব দলে যোগ দেওয়ার পর থেকে জয়ের মুখ দেখতে শুরু করেছিল দলটি। টানা চার ম্যাচ জয়ের পর গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আমাজান ওয়ারিয়র্সকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বার্বাডোস রয়েলস। এর আগের ২ ম্যাচে ভালো খেললেও কোয়ালিফায়ারের এই ম্যাচে ব্যার্থ হয়েছে সাকিব।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে রাকিম কর্নওয়ালের ১১ ছক্কায় মাত্র ৫৪ বলে ৯১ রান ও পাকিস্তানি আজম খানের ৫২ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৯৫ রান করে বার্বাডোস। সাকিব ৩ ওভারে ২২ রান দিয়ে কর্নওয়ালের উইকেটটি পান।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১০৪ রানেই অল আউট হয়ে যায় সাকিবের গায়ানা। অধিনায়ক হেটমায়ার সর্বোচ্চ ৩৭ রান করেন। সাকিব ২ বলে মাত্র ২ রান করে আউট হন।

এই হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পাবে সাকিবের দল ফাইনালে যাবার।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭