ইনসাইড বাংলাদেশ

বেনাপোল সীমান্তে ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার


প্রকাশ: 28/09/2022


Thumbnail

বেনাপোল সীমান্ত এলাকা থেকে  ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণের বার ও মোটরসাইকেল উদ্ধার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর)  রাত ১০ টার সময়  বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা  এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। 

যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান  মোটরসাইকেল যোগে যশোর বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি পোস্টে নজরদারি বাড়ানো হয়। এসময় যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্টে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করতে সংকেত দিলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে বেনাপোল সীমান্তের মালিপুতা এলাকায় গেলে সে মোটরসাইকেল ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণ বার উদ্ধার করা হয়। এবং উদ্ধারকৃত  স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাক বলে তিনি জানান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭