ইনসাইড গ্রাউন্ড

১৪ বছর পর দেখা যাবে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ


প্রকাশ: 28/09/2022


Thumbnail

পাকিস্তানের সাথে সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিল ভারত। এর পর প্রায় কেটে গেছে এক যুগেরও বেশী সময়। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারনে পাকিস্তানের সাথে সবধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত আছে ভারত। তাই বৈশ্বিক ও মহাদেশীয় আসর ছাড়া এই দুই দল একে অপরের মুখীমুখী হয় না।

তবে সেই ১৪ বছরের আক্ষেপ অবশেষে মিটানোর সম্ভাবনা একটু হলেও উকি দিয়েছে। আর এই সম্ভাবনাটি তৈরী হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কল্যাণে।

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায় ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। জানা গেছে, পাকিস্তানে চলমান ইংল্যান্ড সফরে দলের সঙ্গে আছেন ইসিবি’র ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো। এই সিরিজ চলাকালিন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনার পরই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে তিন ম্যাচ টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে ইসিবি’র পক্ষ থেকে। কিন্তু তাদের সেই প্রস্তাবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সরাসরি না জানলেও তাদের এই সিরিজে রাজী হয়ার সম্ভাবনা অনেকটাই কম। বিসিসিআই রাজী হলে অবশ্য ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ মিটতে চলেছে শীঘ্রই।

২০০৮ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ১৫টি টেস্ট সিরিজ খেলা হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৪টি সিরিজ। আর পাকিস্তান জিতেছে ৫টি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭