ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের চার অঞ্চলে গণভোট নিয়ে কি বলছে ইইউ?


প্রকাশ: 28/09/2022


Thumbnail

ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চার অঞ্চলে গণভোট আয়োজনের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এটাকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন।

গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দখলকৃত ইউক্রেনের দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট গ্রহণ করা হয়। এ অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে, যার আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।

গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের চার অঞ্চল। এখন অঞ্চল চারটিকে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। আগামী শুক্রবার পুতিন ভোট হওয়া অঞ্চলগুলো ফেডারেশনে যুক্তের ঘোষণা দিতে পারেন।

পশ্চিমা দেশগুলো গণভোটকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছে।

এক টুইট বার্তায় ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ইইউ অবৈধ গণভোট আয়োজন এবং এর মিথ্যা ফলাফলের নিন্দা জানায়। এটা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন মন্তব্য করে তিনি বলেন, এটা রাষ্ট্রীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন। টুইট বার্তায় বোরেল ইউক্রেনীয়দের সাহসের তারিফ করে বলেন, তারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭