ইনসাইড বাংলাদেশ

সারা দেশে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত


প্রকাশ: 28/09/2022


Thumbnail

আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রির্পোট নিচে বিস্তারিত তুলে ধরা হলো-

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বেলা ১১টার দিকে দলীয় টেন্ড থেকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও  আমজাদ হোসেন সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রলীগের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিকেলে শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়ার জন্মদিন পালন করতে পেরে আমরা আনন্দিত। আজ প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। আমরা যাতে তার ১০০তম জন্মদিনও আনন্দের সাথে পালন করতে পারি ও তার দীর্ঘায়ু কামনা করি।

নরসিংদী  প্রতিনিধিঃ  আলোচনা সভা, কেক, কাটা, দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদীতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তমজন্মদিন পালিত হয়েছে। 

জেলা ও শহর  আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১১.০০ ঘটিকায় নরসিংদী জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আলহাজ্ব আবদুল মতিন ভূঞা ,
নরসিংদী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক, সিরাজুল ইসলাম,   জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হসান শামীম নেওয়াজ, সহ-সভাপতি  আলহাজ্ব  সামসুল ইসলাম মোল্লা, এছাড়াও  অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাবিপ্রবি প্রতিনিধিঃ ইউনিফর্ম বিতরণ, সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

সকাল ৯ টায় টিএসসি’র সামনে বিশ্ববিদ্যালয়ে সদ্য যাত্রা শুরু করা বিএনসিসি প্লাটুনের সদস্যদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের মাধ্যমে সুশিক্ষা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহবান জানান। 

পরবর্তীতে সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর বোর্ড অব ট্রাষ্টি হতে অস্বচ্ছল ও মেধাবী ২০০ জন শিক্ষার্থীদের মাঝে এনরোলমেন্ট সহায়তার লক্ষ্যে চেক প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। স্বাগত বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন প্রফেসর ড. ইমরান পারভেজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য  প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ ও প্রফেসর ড. মামুনুর রশীদ। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদেরকে তাদের প্রধান দায়িত্ব শিক্ষা অর্জনের প্রতি মনোনিবেশ করার আহবান জানান।  তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তার উন্নয়ন কার্যক্রম ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন।  তিনি আরও বলেন, বাঙালি জাতির জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬৮২ দিন কারাবন্দি ছিলেন। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ আমাদেরকে আজীবন শ্রদ্ধায় স্মরণ করতে হবে। জাতির পিতার স্বপ্নকে ধারণ করেই মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিনে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে তার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর দুপুর ২ টায় হাবিপ্রবি মজার ইস্কুলের সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় তিনি শিশুদেরকে প্রধানমন্ত্রীর দায়িত্বশীলতা ও ন্যায়পরায়ণতার কথা উল্লেখ করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭