ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে জমি দখলের অভিযোগ নাকচ চেয়ারম্যানের


প্রকাশ: 29/09/2022


Thumbnail

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে জমি দখল অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে অভিযোগের বিষয়
অস্বীকার করেছে চেয়ারম্যান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইটাখোলা সিংদই ফকির পাড়া গ্রামের বাসিন্দা মোঃ মশিউর রহমান শাহ ফকির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের নির্দেশে অজ্ঞাত কিছু ব্যক্তিদের নিয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর ভোরে আমার জমি দখল করে সেখানে কলাগাছ ও নতুন বাড়ীঘর নির্মাণ করে। ঘটনা জানার পর সেখানে গিয়ে দেখি কিছু অজ্ঞাতনামা ব্যক্তি চেয়ারম্যানের ভাইদের সহযোগীতায় বাড়ীঘর নির্মাণ করছে। আমি তাতে বাধা দিতে গেলে আমাকে আঘাত করে ও ছোড়া দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এমত অবস্থায় আমি ৯৯৯ ফোন দিলে পুলিশ এজাহার দায়েরের পরামর্শ দেয়।’

সংবাদ সম্মেলনে মশিউর রহমানের চাচা আমির আলী শাহ্ধসঢ়; ফকির, আবু বক্কর সিদ্দিক, শাহিনুর আলী, মশিউর রহমানের ভাই সাদ্দাম আলী, আরাফাত আলী, আব্দুল লতিফ, নুর আলোম ও হাবিবুল্লাহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগে বিষয় অস্বীকার করে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘আমাদের গ্রামের বাড়ীর জমি-জমা নিয়ে আজকে যারা সংবাদ সম্মেলন করলো সে জমি তাদের পূর্ব পুরুষেরা আমাদের বাপ-চাচাদের দলিল করে দেয়। যার দলিল আমাদের কাছে আছে। আর গতকালকের যে জমি দখলের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না আর আমি সেখানে উপস্থিতও ছিলাম না। আমাকে উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে সংবাদ সম্মেলন করেছে মশিউর রহমান।

তিনি বলেন, মশিউর রহমান সব-সময় আমার বিরুদ্ধে লেগেই থাকে। আমাকে নির্বাচনে হারানোর জন্যে সে আমার প্রতিদ্বন্ধি হয়ে ভোটে দাড়িয়ে ১৫০ ভোট পেয়ে হেরে যায়। ভোটে হারার পর আবার আমার পিছনে লাগছে । আমি যে তার কি ক্ষতি করেছি জানি না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭