ইনসাইড গ্রাউন্ড

নির্বাচক ছাড়াই আগামীকাল নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ


প্রকাশ: 29/09/2022


Thumbnail

এশিয়া কাপ থেকে ব্যার্থ হয়ে দেশে ফিরেই টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল গোছাতে শুরু করে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারনে তা হয়ে উঠেনি। তাই অনুশীলনের পর্ব সারতে আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে দুবাই যায় বাংলাদেশ। আরব আমিরাতের সাথে সিরিজ জয় করে দেশে ফিরতেই সময় হয়ে গেল আবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামীকাল নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় নিউজিল্যান্ড যাওয়ার উদ্দেশে ফ্লাইটে উঠবে বাংলাদেশ। সাকিব সরাসরি সিপিএল থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন।

অন্যদিকে বাংলাদেশ টিম অপারেশন্স ম্যানেজার পদে এসেছে বিশাল পরিবর্তন। নাফিস ইকবালের বদলে আনা হয়েছে মিডিয়া ম্যানেজাররাবিদ রাবিদ ইমামকে। আচমকা এই পরিবর্তনের জন্য নিউজিল্যান্ডে ত্রিদেশীয় আসর খেলতে দলের সাথে যাবে না কোন নির্বাচক।

এর আগে গিয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস এই দুই নির্বাচকের যাওয়ার কথা থাকলেও এখন তাদের মধ্য থেকে কেউ এখন যাবে না।

প্রধান নির্বাচক নান্নু বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, ‘আমি নিউজিল্যান্ডে তিনজাতি আসরে জাতীয় দলের সঙ্গী হচ্ছি না। আমার ফ্লাইট ১৪ অক্টোবর।’ নান্নু যোগ করেন, ‘আমি একা নই, জালাল ভাইও (ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস) ১৪ অক্টোবর যাবেন।’

ত্রিদেশীয় সিরের আগে দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না কোনো নির্বাচক। এখন পাকিস্তান ও স্বাগাতিক নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় আসরেও থাকবেন না নির্বাচকদের কেউ।

নির্বাচক না থাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীরামের একার মতই প্রাধান্য পাবে। নতুন এই কোচ তার ইচ্ছামত একাদশ সাজাবেন। ব্যাটিং অর্ডারও ঠিক করবেন। সেখানে মিনহাজুল আবেদিন নান্নুর অভিজ্ঞতা কাজে দিত। কিন্তু জানা গেছে বহর চুড়ান্ত। নিউজিল্যান্ডে থাকছেন না কোন নির্বাচক।

এদিকে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাত্রা করা টিম বাংলাদেশের প্রথম গন্তব্য ক্রাইস্টচার্চ। ৭ অক্টোবর সেখানেই পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। দ্বিতীয় খেলা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের সাথে। ফিরতি পর্বে পরপর দু’দিন খেলতে হবে টাইগারদের। প্রথমে ১২ অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে। পরদিন পাকিস্তানের সাথে। পরের ম্যাচ দুটিও ক্রাইস্টচার্চে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭