ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে যুদ্ধের নতুন কারণ জানালেন পুতিন


প্রকাশ: 30/09/2022


Thumbnail

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ প্রতিপাদ্যে আক্রমণ আগ্রাসন শুরু করে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের নির্দেশ দেয়ার বক্তব্যে পুতিন বলেছিলেন, ‘বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত’ করতে তাদের অভিযান। তার ভাষায়– ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সরকার নাৎসি সরকার।

যুদ্ধের সাত মাসে এসে আবারও ইউক্রেনে রুশ আক্রমণের কারণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের কারণেই ইউক্রেনে যুদ্ধ। উল্লেখ্য, ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

বৃহস্পতিবার সোভিয়েতভুক্ত সাবেক দেশগুলোর গোয়েন্দাদের সঙ্গে এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সীমান্তে যা ঘটছে, এইসব কিছুর পেছনেই সোভিয়েত ইউনিয়নের পতনই দায়ী।

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ ছাড়াও সম্প্রতি সাবেক সোভিয়েতভুক্ত দেশ আজারবাইজান-আর্মেনিয়া, কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ১৫টি নতুন রাষ্ট্র সৃষ্টি হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭