ইনসাইড গ্রাউন্ড

কাতার বিশ্বকাপের প্রধান চিকিৎসক বাংলাদেশের আয়েশা


প্রকাশ: 30/09/2022


Thumbnail

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে মূলপর্বের দলগুলো। আসছে নভেম্বরে বসবে এই বিশ্ব আসর।

এখন সময় শুধু মাঠে গড়াবার। বিশ্বকাপের এই আসরে বাংলাদেশ দল কোয়ালিফাই করতে না পারলেও একটি অংশ জুড়ে রয়েছে ঠিকই।

বিশ্বকাপকে সামনে রেখে দারুণ সব স্টেডিয়াম তৈরী করেছে কাতার। যেখানে শ্রমিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশিদের অনেকেই।

এবার বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে খেলোয়াড়দের চিকিৎসা সেবার জন্য নিয়োগ পেয়েছে বাংলাদেশি নারী ডাক্তার আয়শা পারভিন। কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ফিফা আরব কাপে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এবারের আসরে ফেলোর মেডিকেল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে এই বাংলাদেশির। তার সাফল্যে খুশি পরিবার, আত্মীয়-স্বজনসহ বাংলাদেশি কমিউনিটি। আয়েশা পারভীনের স্বামী ডাক্তার মাহফুজুল করিম জামসেদ ফিফা বিশ্বকাপের মতো এমন বড় আয়োজনে তার স্ত্রীর অংশগ্রহণে আনন্দিত।

তিনি বলেন, ‘আমার সহধর্মিনী শীর্ষ পর্যায়ে কাজ করছে এটা আমার জন্য গর্বের বিষয়। সে বাংলাদেশ ও বাংলাদেশের চিকিৎসকদের প্রতিনিধিত্ব করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি তাকে অনুসরণ করে অন্যান্য বাংলাদেশি চিকিৎসকরাও এগিয়ে যাবে।’

এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কাতার বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোতে প্রবাসী বাংলাদেশিরা শ্রম দিয়েছে। মহামারির সময়ে আমরা দেখিছি আমাদের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছেন। একইভাবে কাতার বিশ্বকাপে যে সব কাজ হবে বা হচ্ছে সেখানে তারা ভূমিকা রেখছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭