ওয়ার্ল্ড ইনসাইড

দ্রুতই ন্যাটোতে যুক্ত হতে চায় ইউক্রেন


প্রকাশ: 01/10/2022


Thumbnail

সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে কিয়েভ ‘ত্বরিৎ’ আবেদন করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের চার অধিকৃত এলাকা রাশিয়ার অন্তর্ভূক্ত বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার জেলেনস্কি বলেন, ‘ন্যাটো যোগদানের বিষয়টি দ্রুত তরান্বিত করতে আমরা আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও ত্বরিৎ আবেদন বলতে জেলেনস্কি আসলে কী বুঝিয়েছেন এখনও সে বিষয়টি পরিষ্কার নয়। ন্যাটোতে যোগ দিতে গেলে জোটভুক্ত সব দেশের সদস্যদের অকুণ্ঠ সমর্থন লাগবে ইউক্রেনের।

জেলেনস্কি বলেন, ‘আমরা এরইমধ্যে জোটের সাথে সঙ্গতিপূর্ণ সক্ষমতার প্রমাণ দিয়েছি। এটা ইউক্রেনের জন্য বাস্তব, যুদ্ধক্ষেত্রের জন্যও বাস্তব এবং বাকি সব মিথস্ক্রিয়ার দিক থেকেই এটা বাস্তব।’ ‘আমরা একে অপরকে বিশ্বাস করি, আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একে অপরকে সুরক্ষা দেই। এটাই তো জোট (ন্যাটে)।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭