ওয়ার্ল্ড ইনসাইড

পশ্চিমাদের সমালোচনায় যা বললেন পুতিন


প্রকাশ: 01/10/2022


Thumbnail

ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এসময় ইউক্রেনে চললমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন পুতিন।

পশ্চিমাদের ‘লোভী’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা রাশিয়াকে নিজেদের উপনিবেশ (কলোনি) করতে চায়। রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্য দেশগুলো একটা হাইব্রিড যুদ্ধে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।

পুতিন বলেন, তারা আমাদের স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় না, তারা আমাদের দাস হিসেবে দেখতে চায়। এ সময় তিনি বলেন, পশ্চিমাদের রাশিয়া প্রয়োজন নেই। তবে আমাদের প্রয়োজন আছে।

পূর্বেকার ‘পশ্চিমারা রাশিয়া ভাঙার চেষ্টা করছে’ অভিযোগ পুনরাবৃত্তি করে পুতিন বলেন, নতুন মুদ্রা এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে তারা রাশিয়া দখল করতে চায়। রাশিয়ার বিপুল পরিমাণ খনিজ ও অন্যান্য সম্পদের উল্লেখ করে পুতিন বলেন, ‘এমন ধনী দেশ অবশিষ্ট আছে জেনে তারা অস্থির হয়ে পড়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭