ইনসাইড গ্রাউন্ড

নতুন রেকর্ডে পাশাপাশি কোহলি-বাবর


প্রকাশ: 01/10/2022


Thumbnail

পেসার রিচার্ড গ্লিসনকে লং-অন দিয়ে ৮৪ মিটার ছক্কায় ওড়ালেন বাবর আজম। তাতে পাকিস্তান অধিনায়ক স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নাম তুললেন রেকর্ড বইয়েও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসলেন তিনি।

লাহোরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন বাবর। মাইলফলক ছুঁতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৫২ রান। ৫১ থেকে ষোড়শ ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।  

তিন হাজার ছুঁতে বাবরের লাগল ৮১ ইনিংস। সমান ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ভারত অধিনায়ক কোহলি। একশর কম ইনিংসে তিন হাজার রান করতে পারেননি আর কেউ। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ১০১ ইনিংস, ভারতের রোহিত শর্মার ১০৮ ইনিংস, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ১১৩ ইনিংস লেগেছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭