ওয়ার্ল্ড ইনসাইড

ইরানে সাম্প্রতিক দাঙ্গায় সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র ও ব্রিটেন!


প্রকাশ: 01/10/2022


Thumbnail

ইরানে চলমান দাঙ্গা, বিক্ষোভ, সংঘর্ষ ও গোলযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েকদিনের দাঙ্গার সময় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ও ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী গোষ্ঠীগুলোর বহু সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বিদেশি মদদপুষ্ট এই দাঙ্গার সময় পর্দার অন্তরালের কিছু ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের হাতে আটক ২২ বছর বয়সি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে অসুস্থ হয়ে পড়া এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুকে অজুহাত করে এ দাঙ্গা শুরু করা হয়। পরবর্তীতে সারাদেশে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয় এবং দাঙ্গাকারীরা সরকারি-বেসরকারি স্থাপনা, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর উস্কানিতে এই দাঙ্গায় সরাসরি কিছু বিদেশি নাগরিকের পাশাপাশি সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীসহ আরও কিছু বিপ্লববিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা অংশ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিগত দিনগুলোর দাঙ্গায় বিভিন্ন ধরনের গ্যাং-সদৃশ গোষ্ঠী, বিদেশি গুপ্তচর সংস্থার এজেন্টদের পাশাপাশি আমেরিকা ও ব্রিটিশ সরকার এবং তাদের সৌদি অনুসারীদের সরাসরি সম্পৃক্ততার সম্মুখীন হয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দাঙ্গায় উস্কানি দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর ৪৯ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাঁচ সদস্যকে ৩৬ কেজি বিস্ফোরকসহ আটক করা হয়েছে। এসব বিস্ফোরক দিয়ে জনসমাগম স্থলে বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল।

এছাড়া, সাবেক শাহ সরকারের সমর্থক ৯২ ব্যক্তিকে আটক করা হয়েছে যারা দাঙ্গা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। আটক বিদেশি নাগরিকদের মধ্যে জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও সুইডেনের নয়জন নাগরিক রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭