ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার ইউক্রেন ভূখণ্ড দখলে সমর্থন নেই তুরস্কের


প্রকাশ: 01/10/2022


Thumbnail

রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ড দখলের বিষয়টি সমর্থন করে না তুরস্ক। রাশিয়ার এমন কাণ্ডকে আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন বলেই মনে করছে আঙ্কারা।

শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘’রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জানিক আইনের মৌলিক বিষয়ের পরিপন্থি। এটা গ্রহণযোগ্য হতে পারে না।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘'আমরা এই যুদ্ধবিরতি চুক্তির প্রতি ফের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। সমঝোতার মাধ্যমেই শান্তিতে আসতে পারে।’’

সম্প্রতি ইউক্রেনের রুশ অধিকৃত চারটি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই বিশ্বের নানা দেশে থেকে নিন্দা আসছে। রুশ মিত্র বলে পরিচিত তুরস্কও রাশিয়ার এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭