ইনসাইড ইকোনমি

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা


প্রকাশ: 01/10/2022


Thumbnail

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিন বন্ধ করেন ব্যবসায়ীরা।

আগামী রোববার (০২ অক্টোবর) থেকে বুধবার (০৫ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নামক ব্যব্যবসায়ীদের সংগঠন।

সাতক্ষীরা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে চার দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। 

এবিষয়ে সাতক্ষীরার ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মাইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি ৫ অক্টোবর পর্যন্ত। এর বাইরে কোনো ছুটি নেই। অফিস খোলা থাকবে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোনো করণীয় নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭