ওয়ার্ল্ড ইনসাইড

তেল উত্তোলন কমাবে ওপেক প্লাস


প্রকাশ: 01/10/2022


Thumbnail

তেল উত্তোলন কমাতে পারে ওপেক প্লাস। এই খবরের মধ্যে শুক্রবার তেলের দাম কিছুটা কমেছে। তবে সাপ্তাহিক হিসেবে তেলের দাম বেড়েছে।

আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম ৫৩ সেন্ট কমে ৮৭.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৭৪ ডলার কমে স্থির হয়েছে ৭৯.৪৯ ডলার। 

আগস্টের পর সাপ্তাহিক ভিত্তিতে ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম কিছুটা বেড়েছে। রয়টার্স জানিয়েছে, ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ ও ১ শতাংশে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭