ইনসাইড গ্রাউন্ড

বেনজেমার পেনাল্টি মিস, থামলো রিয়ালের জয়রথ


প্রকাশ: 03/10/2022


Thumbnail

অবশেষে ওসাসুনা থামিয়ে দিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জয়রথ। ইংরেজিতে যাকে বলে ‘আনবিটেন স্ট্রিক’।

আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে জমজমাট লড়াই। ভিনিসিউস জুনিয়রের চমৎকার গোলে হাফ টাইমের আগে রিয়াল মাদ্রিদ এগিয়েও গেল। অর্ধবিরতি পর্যন্ত অক্ষত থাকল রিয়াল রাজত্ব।

তবে বিরতির পরপরই পাল্টা আঘাত করে বসে ওসাসুনা। গোল শোধ দিয়ে মাইটি রিয়ালের বিপক্ষে সমতায় ফিরল ওরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে ওসাসুনা।

চোট কাটিয়ে মাঠের ফিরেই নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তবে উল্টো তিনি মাঠ ছেড়েছেন পেনাল্টি মিসের হতাশা নিয়ে। ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।

চলতি আসরে টানা ছয় জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল গতবারের চ্যাম্পিয়নরা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম ৯ ম্যাচ জয়ের পর জিততে ব্যর্থ হলো তারা।

রিয়ালের এই ড্রয়ে আগের রাতে মায়োর্কাকে হারানো বার্সেলোনা গোল ব্যবধানে এগিয়ে থেকে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকল। ৭ ম্যাচ শেষে রিয়াল-বার্সা দুই দলের পয়েন্টই ১৯।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭