ক্লাব ইনসাইড

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু


প্রকাশ: 03/10/2022


Thumbnail

''এক্সপ্লোর ইয়োর ক্রিয়েটিভিটি'' স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'সায়েন্স ক্লাব'। 

সোমবার (০৩ অক্টোবর) ক্লাবের প্রধান উপদেষ্টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী এবং উপদেষ্টা এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিনহাজ উল হক ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের ড. মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে, গত ১লা অক্টোবর ক্লাবের উপদেষ্টাগণের অনুমোদনক্রমে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু হয়। ক্লাবের অন্য উপদেষ্টারা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ খালিদ হোসেন জুয়েল, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার এবং ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. ইনজামুল হক (সজল)।

ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এই ধরনের ক্লাবের বিকল্প নেই।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করে ক্লাবের ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের শাহ্ মুহাম্মদ নাঈম, যুগ্ম সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের নুরুন নেছা জামান এবং কোষাধ্যক্ষ এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ মহসিন আলী।

এ বিষয়ে ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বলেন, মূলত জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্যই এই ক্লাব প্রতিষ্ঠিত করা হয়েছে। ক্লাবটি প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অলিম্পিয়াড, কনটেস্ট, কুইজ আয়োজন করে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনীর ব্যবস্থা করবে।

সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানচর্চার বিকল্প নেই। বৈজ্ঞানিক ম্যাগাজিন ও জার্নাল প্রকাশ, বিজ্ঞানভিত্তিক সভা সেমিনার আয়োজন, সামাজিক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক বাখ্যা ও সমাধান, বিজ্ঞান চর্চার যথাযথ সুবিধা ও ক্ষেত্র তৈরী হলো সায়েন্স ক্লাবের অন্যতম উদ্দেশ্য।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭