ইনসাইড বাংলাদেশ

জাতীয় গ্রিডে ত্রুটি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত


প্রকাশ: 04/10/2022


Thumbnail

বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড বিপর্যয়ের (ট্রিপ) কারণে রাজধানীসহ দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে এ বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭