টেক ইনসাইড

টুইটারে চালু হচ্ছে নতুন ফিচার 'এডিট টুইট'


প্রকাশ: 04/10/2022


Thumbnail

টুইটারে কোনো কিছু লিখে পোস্ট করার পর তা এখন থেকে সম্পাদনা করা যাবে। টুইটারে যে বার্তা পোস্ট করা হয় তাকে বলে টুইট। এডিট টুইট সুবিধা চালু হলে টুইট করার পর প্রয়োজনবোধে তা সম্পাদনা (এডিট) করা যাবে।

সোমবার (৩ অক্টোবর) টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী ‘টুইটার ব্লু’ (প্রতি মাসে ৫ ডলারের বিনিময়ে ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহার করা যায়) সেবা ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।

কয়েক মাস ধরেই ‘এডিট টুইট’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছিল টুইটার। নতুন সুবিধা চালু হলে, প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। তবে অন্য ব্যবহারকারীরাও জানতে পারবেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭