ইনসাইড বাংলাদেশ

'রাত ৮টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে'


প্রকাশ: 04/10/2022


Thumbnail

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডে হলেও রিস্টোরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।

তিনি আরও লিখেছেন, সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকল শহর অঞ্চলের সবার প্রতি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭