লিট ইনসাইড

আসুন হাসুন: ছোকলা রেখে আমাকে কলাটা দাও


প্রকাশ: 05/10/2022


Thumbnail

কৃপণের কলা কেনা

রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে—
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

------------------

সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?

শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করবো; সেদিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।

------------------

কবরের পাশে ভূতের ভয়

কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বল্টু। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল-
বল্টু : ওহ, ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।
লোকটা : কেন? ভয় কিসের?
বল্টু : কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!
লোকটা : আরে, নাহ! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি। কই, একটাকেও তো দেখলাম না!


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭