ওয়ার্ল্ড ইনসাইড

তেল উৎপাদন কমাতে যাচ্ছে ওপেক


প্রকাশ: 06/10/2022


Thumbnail

তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে ওপেক। 

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৫ অক্টোবর) ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর বৈঠক হয়। এতে ২০২০ সালে করোনা মহামারির পর থেকে তেলের উৎপাদন সবচেয়ে বেশি মাত্রায় কমানোর সিদ্ধান্ত হয়। যদিও তেলের উৎপাদন না কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য বিভিন্ন দেশ চাপ দিয়েছিল। তবে কারও কথাই রাখেনি ওপেক।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠকে ওপেক দেশগুলো দৈনিক ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মার্কিন সুদের হার এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় তিন মাস আগে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৯০ ডলারে নেমে আসে।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ওপেকের এই সিদ্ধান্তের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে তিন সপ্তাহ লাগতে পারে। ওপেকের এই সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মজুদ থেকে তেল সরবরাহ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭