ইনসাইড বাংলাদেশ

২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/01/2018


Thumbnail

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।

শনিবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি একথা বলেন।

সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করবে এবং প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারি অপরাজেয় বাংলার সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, ভিসিকে রক্ষার জন্য গিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা। সাধারণ শিক্ষার্থীরা কারও ওপর হামলা করেনি। আন্দোলনের নামে যারা তান্ডব চালিয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭