ইনসাইড পলিটিক্স

জনগণের কাছে যেতে পারেনা জন্যই বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়


প্রকাশ: 06/10/2022


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণের কাছে কোন মুখে যাবে? জনগণকে যেয়ে কি বলবে? তাদের গ্রেনেড হামলা, বোমা হামলা, আগুন সন্ত্রাস -এসব নিয়ে যখন তারা জনগণের কাছে যাবে জনগণ তখন তাদেরকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবে? প্রধানমন্ত্রী বলেন, যে রাজনৈতিক দলের জন্ম ক্যান্টনমেন্টে একজন সামরিক উর্দি পরার পকেট থেকে সেই দল কিভাবে গণতন্ত্রের কথা বলবে? প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আওয়ামী লীগ সবসময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো ভোট চুরি করেনি, ভবিষ্যতেও করবে না।

প্রধানমন্ত্রী বলেন যে, বিদেশিদের কাছে বিএনপির নেতারা ধরনা দিচ্ছে এই কারণে যে তারা জনগণের কাছে যেতে ভয় পায়। জনগণের ওপর যদি তাদের আস্থা থাকতো তাহলে বিদেশীদের কাছে ধরনা দিতে যেত না। প্রধানমন্ত্রী বলেন, খুঁটিতে যদি জোর থাকে তাহলে তো অন্য জায়গায় যেতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগ করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭