ইনসাইড বাংলাদেশ

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু


প্রকাশ: 06/10/2022


Thumbnail

রাজধানীর বাড্ডায় ইসরাত জাহান (২১) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, ইসরাতের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি পরিবারে সঙ্গে বাড্ডায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

ইসরাতের বাবা হুমায়ুন কবির জানান, ইসরাত একটু রাগী ছিলেন, বিবিএ পড়ছিলেন। সেশনজটের কারণে তাঁর পরীক্ষা দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতে হুমায়ুন কবির কর্মস্থল থেকে বাড়িতে এসে দেখেন, ইসরাত ঘুমিয়ে আছেন। তখনো তিনি বুঝতে পারেননি, ইসরাত ঘুমের ওষুধ সেবন করেছেন। রাতে ইসরাতের মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে পাকস্থলী পরিষ্কার করে তাঁকে ভর্তি করা হয় মেডিসিন বিভাগে।

তিনি আরও বলেন, ‘আগেও একবার এমনই ঘটনা ঘটিয়েছিল। একটু শাসন করতে গেলে এমনটি করে বসে।’

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭