ইনসাইড গ্রাউন্ড

দ্রুত ৫০ উইকেটের রেকর্ড ফিজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/01/2018


Thumbnail

অনেকদিন নিজের চেনা ছন্দটা খুঁজে পাছিলেন না মুস্তাফিজুর রহমান। নতুন বছরে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমে পুরনো মুস্তাফিজ হিসেবে আবির্ভাব হয়েছে তাঁর। নিজের সেরা সময়টা ফিরিয়ে আনতে লড়াই করে যাওয়া ফিজ দেখা পেলেন নতুন এক মাইলফলকের। সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট পেলেন এই বামহাতি পেসার। বাংলাদেশের হয়ে আগের দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের অধিকারে। বাঁহাতি এই স্পিনার ৩২ ম্যাচে ছুঁয়েছিলেন মাইলফলক।

সিরিজের ফাইনাল ম্যাচে উপল থারাঙ্গার স্ট্যাম্প উপড়ে দিয়ে এই কৃতিত্ব গড়েন তিনি। মাত্র ২৭ ম্যাচ খেলেই এই মেইলফলকে নিজের নাম লেখালেন এই তরুণ। অবশ্য আগের ম্যাচেই অর্থাৎ নিজের ২৬তম ম্যাচে এই রেকর্ড গড়ার সুযোগ ছিল ফিজের সামনে। বৃহস্পতিবারে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ। অবশ্য ফাইনাল ম্যাচে আর হতাশ হতে হয়নি টাইগার পেসারকে।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭