ইনসাইড গ্রাউন্ড

আঘাত পেয়ে মাঠ ছাড়লেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/01/2018


Thumbnail

৪২ ওভারের দ্বিতীয় বলে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন সাকিব আল হাসান। মুস্তাফিজের করা ওভারের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব। টিভি রিপ্লেতে দেখা যায় বল ধরতে গিয়ে নিজের শরীরের ভর গিয়ে পরে সাকিবের বাম হাতের উপর। যন্ত্রণায় কাতর হয়ে মাঠেই পরে থাকতে দেখা যায় সাকিবকে। অনেকক্ষণ পর দলের ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন তিনি।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিবের বড় কোনো ইনজুরি দলের জন্য বিপদ ডেকে আনবে। মাত্র পাঁচ ওভার বল করে মাঠ ছাড়তে হলো সাকিবকে। লঙ্কান ইনিংসের শেষ দিকে ডেথ ওভারে সাকিবের বাকি পাঁচটি ওভার খুবই দরকারি ছিল। তাছাড়া ব্যাট হাতে তিন নম্বর পজিশনে সাকিবের ব্যাট করাটাও দলের জন্য অপরিহার্য।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭