টেক ইনসাইড

পাওয়ার ব্যাংকযুক্ত ইয়ারবাডস চার্জিং কেস


প্রকাশ: 08/10/2022


Thumbnail

ভ্রমণ, কর্মক্ষেত্র বা যাত্রাপথে যদি আপনার ইয়ারবাডসের চার্জ শেষ হয়ে যায় তাহলে এখন আর চিন্তিত হবার কিছু নেই। কারণ চার্জিং কেসের ভেতর রাখলেই চার্জ হতে থাকবে ইয়ারবাডস। শুনতে অবাক লাগলেও ফ্লাক্স সাতটি ডব্লিউএস ইয়ারবাডসের সঙ্গে থাকা চার্জিং কেসে এ সুবিধা পাওয়া যাবে।

বিদ্যুৎ সংযোগ ছাড়া ইয়ারবাডস চার্জ করার জন্য চার্জিং কেসটির ভেতরে রয়েছে আকারে ছোট পাওয়ার ব্যাংক। ফলে ওয়্যারলেস প্রযুক্তির ইয়ারবাডস কেসের ভেতরে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকে। ফাস্ট চার্জিং সুবিধার ব্যাটারি থাকায় অল্প সময়ের মধ্যেই চার্জ হয়ে যায় ইয়ারবাডস।

পাওয়ার ব্যাংকের ব্যাটারির চার্জ শেষ হলে কেব্‌লের মাধ্যমে পুনরায় চার্জ করা যায়। আকারে ছোট হওয়ায় সহজে বহনও করা যায় চার্জিং কেসটি। ইয়ারবাডসসহ চার্জিং কেসটির দাম ৯৯.৯৯ ডলার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭