ইনসাইড গ্রাউন্ড

মেসি-রোনালদো থেকে বেশি আয় এমবাপ্পের


প্রকাশ: 08/10/2022


Thumbnail

ফুটবলে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর দিন ফুরিয়েছে এমনটা ভাবা দুস্কর। মাঠে হোক বা মাঠের বাইরে তারা দুজন সবসময় থাকেন অনন্য উচ্চতায়, অনন্য আভিজাত্যে। ব্যাক্তিগত আয়ের আধিপত্যেও বরাবরই এ দুজন থাকেন সবার টপে। 

তবে এবার সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে উঠেছে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর প্রকাশিত এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ঘটিয়েছে মেসির এ ক্লাব সতীর্থ। 

ফোর্বস এর তালিকা প্রকাশিত হয় গতকাল। এর মাধ্যমে প্রথমবার মেসি-রোনালদোর গত আট বছরের আধিপত্যের গোড়াপত্তন করলেন এই ফরাসি ফরোয়ার্ড। 

২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তারা দুজন বয়সে ত্রিশের গন্ডি পেরিয়ে ১০ কোটি ডলারের কোটা ছুঁলেও, এমবাপ্পে ২৩ বছর বয়সেই টপকে গেলেন তাদের। কর এবং এজেন্ট ফি ছাড়াই ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে, এমনটাই বলছে ফোর্বসের হিসেব। এ তালিকায় ২ নম্বরে থাকা মেসির আয় ধরা হয়েছে ১২ কোটি ডলার। আর ১০ কোটি ডলার নিয়ে ৩ নম্বরে অবস্থান করছেন পর্তুগিজ তারকা রোনালদো। 

পর্যায়ক্রমে নেইমার ৮ কোটি ৭০ লাখ, মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ, আর্লিং হলান্ড ৩ কোটি ৯০ লাখ, রবার্ট লেভানডফস্কি ৩ কোটি ৫০ লাখ, এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ আয় করবেন বলে তালিকা প্রকাশ করেছে ফোর্বস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭