ইনসাইড বাংলাদেশ

চরফ্যাশনে ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা, ২ ট্রলার জব্দ


প্রকাশ: 09/10/2022


Thumbnail

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করায় ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা  
করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে আটক করে তাদের জরিমানা করেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান। এ সময় দুটি ট্রলার ও ২০০ মিটার জাল জব্দ করা হয়। এবং আটককৃত জেলেদের বাড়ি  ভোলা চরফ্যাশনের  বিভিন্ন এলাকায়। 

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ভোরে উপজেলার সামরাজ ও বেতুয়া এলাকার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রমমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ট্রলারের বিষয়ে এখন সিদ্ধান্ত নেয়া হয়নি। 

তিনি আরো বলেন, প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর টিম নদীতে টহল দিচ্ছে।নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 


উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা করেছে সরকার।এ লক্ষ্যে নদীতে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও একাধিক আইনশৃঙ্খলা বাহিনী|


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭