লিট ইনসাইড

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/01/2018


Thumbnail

২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১২ জন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে পুরস্কারের জন্য তাদেরকে মনোনীত করেছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান শনিবার বিকেলে সাড়ে ১০টি বিভাগে পুরস্কারপ্রাপ্ত ১২ জনের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, মোহম্মদ সাদিক ও মারুফুল ইসলাম (কবিতা), মামুন হোসাইন (কথাসাহিত্য), মাহবুবুল হক (প্রবন্ধ), রফিকুল্লাহ খান (গবেষণা),আমিনুল ইসলাম ভুইয়া (অনুবাদ সাহিত্য), কামরুল হাসান ভুইয়া, সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), শাকুর মজিদ (আত্মজীবনী/স্মৃতিকথা), মলয় ভৌমিক (নাটক), মোস্তাক আহমেদ (বৈজ্ঞানিক কল্পকাহিনী) এবং ঝর্ণাদাস পুরকায়স্থ (শিশুসাহিত্য)।

বাংলা ইনসাইডা/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭