ওয়ার্ল্ড ইনসাইড

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করলেন পুতিন


প্রকাশ: 10/10/2022


Thumbnail

ক্রিমিয়ার সাথে রাশিয়ার মূল ভূ-খণ্ডকে সংযুক্ত করা ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে পুতিন বলেছেন, ‘এটি একটি সন্ত্রাসবাদী কাজ।’ খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোয়েন্দা বাহিনী রাশিয়ার বেসামরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করতে চেয়েছিল বুলে অভিযোগ তুলেছেন পুতিন। রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

এদিকে, ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ওই এলাকা দেখাশোনার করার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করা হয়েছে। পানির নীচে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নামানো হয়েছে ডুবুরি দলকে।

উল্লেখ্য, গত শনিবার সকালের দিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরিত হলে সেতুটির একটি অংশে আগুন ধরে যায়। এতে ওপরে থাকা রেলসেতুও ক্ষতিগ্রস্ত হয় আর মূলসেতুর একটি অংশ পানিতে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭