ইনসাইড গ্রাউন্ড

পেদ্রির গোলে পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা


প্রকাশ: 10/10/2022


Thumbnail

আক্রমণের ঝড় তুলে শুরুর দিকেই লিড পেয়েও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দহীন হয়ে পড়ে বার্সেলোনা। পরে দারুণ কয়েকটি আক্রমণের পর গোলের দেখা পায় দলটি। রবিবার রাতে লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোকে ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রি।  

বলা যায়, কোনোমতে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল শাভি এরনান্দেসের দল। এদিন ম্যাচ শুরুর ১৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। গাভির ক্রস ঠেকাতে পারেনি প্রতিপক্ষ ডিফেন্ডার, বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি।

বিরতির পরও একইভাবে খেলতে থাকে বার্সা। তবে সুযোগ পেলেই উল্টো আক্রমণ করে বসে সেল্টা। ৬৯তম মিনিটে গোলও পেয়ে যায় দলটি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষপর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

৮ ম্যাচে ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ দুইয়ে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সেল্টা ভিগো। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭