ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব আর নেই


প্রকাশ: 10/10/2022


Thumbnail

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। প্রবীণ এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (১০ অক্টোবর) সকালে ভারতের গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। আজ সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে মুলায়ম সিং যাদব একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে গত কয়েক বছর তাঁকে সেভাবে রাজনীতির মঞ্চে প্রকাশ্যে দেখা যায়নি।

সমাজবাদী পার্টির সমর্থক ও নেতারা তাঁকে ‘নেতাজি’ বলে সম্বোধন করতেন। তিনি এক সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একজন কুস্তিগির হিসেবেও তাঁর সুনাম ছিলি। ১৯৮০-এর দশকের শেষের দিকে মুলায়ম সিং যাদব রাজনীতিতে নাম লেখান। ১৯৯০ সালের গোড়ার দিকে শিক্ষার দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্য গঠিত মণ্ডল কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। মূলত সেই সময় থেকেই তিনি ভারতের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭