ওয়ার্ল্ড ইনসাইড

ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/03/2017


Thumbnail

ফোনে আড়িপাতার ঘটনা নতুন নয়! এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইটে ট্রাম্প অভিযোগের সুরে বলেন, “নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পেতেছিলেন ওবামা। যদিও তারা কিছুই পাননি।”

এ ব্যাপারে বারাক ওবামার মুখপাত্র কেভিন লুইস জানিয়েছেন, এধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা। বারাক ওবামা বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কখনই কোন নাগরিকের ফোনে আড়িপাতা হয়নি।

ওবামার সাবেক নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, “কোন প্রেসিডেন্ট ফোনে আড়িপাতার নির্দেশ দিতে পারেন না।”

এদিকে রাশিয়ার সাথে ট্রাম্পের বিভ্ন্নি সম্পর্কের বিষয়ে যে স্বতন্ত্র তদন্তের দাবি উঠেছে সে দিক থেকে নজর সরানোর জন্যই ট্রাম্প এসব করছেন বলেন মনে করছেন ডেমোক্র্যাট নেতারা।



বাংলা ইনসাইডার/এএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭